ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
==
==
সাধারনত ব্যবসা প্রতিষ্টানের নামে কারেন্ট একাউন্ট খোলা যায়।
আপনার প্রতিষ্টানটি যদি একমালিকান ব্যবসা প্রতিষ্টান হয় তবে কারেন্ট একাউন্ট খোলার জন্য আপনার লাগবেঃ
১। ট্রেড লাইসেন্সের কপি।
২। একাউন্ট পরিচালনাকারী ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি।
৩। একাউন্ট পরিচালনাকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (NID card)
৪। একাউন্ট পরিচালনাকারী ব্যক্তির TIN সার্টিফিকেট।
৫। প্রতিষ্ঠানের নামে VAT সার্টিফিকেট।
৬। উক্ত ব্যংকে চলতি একাউন্ট আছে এমন একজন ব্যক্তির প্রত্যয়ন।
৭। নোমিনি করা হবে এমন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি।
উপরোক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনার পছন্দমাপিক ব্যংকে গেলে উক্ত ব্যাংক আপনার প্রতিষ্ঠানের নামে কারেন্ট একাউন্ট খুলে দিবে।
আর আপনার প্রতিষ্টানটি যদি অংশীদারি ব্যবসা প্রতিষ্টান হয় (অর্থাৎ দুই বা তার অধিক ব্যক্তি মিলে ব্যবসা করে)তবে কারেন্ট একাউন্ট খোলার জন্য আপনার লাগবেঃ
১। ২,০০০ টাকার ষ্ট্যাম্পে অংশীদারগনের মধ্যে চুক্তিপত্র।
২। অংশীদারি ব্যবসার চুক্তিপত্রটি জয়েনস্টোক থেকে নিবন্ধন (তবে অনেক ব্যাংক সাবরেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রশন কপিও গ্রহন করে)।
৩। ট্রেড লাইসেন্সের কপি।
৪। প্রতিষ্টানের নামে TIN সার্টিফিকেট।
৫। একাউন্ট পরিচালনাকারী অংশিদার / অংশীদারগণের পাসপোর্ট সাইজের ছবি
৬। একাউন্ট পরিচালনাকারী অংশীদারগণের জাতীয় পরিচয়পত্র (NID card)।
৭। প্রতিষ্ঠানের নামে VAT সার্টিফিকেট।
৮। উক্ত ব্যংকে চলতি একাউন্ট আছে এমন একজন ব্যক্তির প্রত্যয়ন।
উপরোক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনার পছন্দমাপিক ব্যংকে গেলে উক্ত ব্যাংক আপনাদের অংশীদারি প্রতিষ্ঠানের নামে কারেন্ট একাউন্ট খুলে দিবে।
No comments:
Post a Comment